রডের বিকল্প হতে পারে বাঁশ
ধরিত্রীর সূচনালগ্ন থেকেই বাঁশ মানবজাতির অতি প্রিয় একটি বস্তু। ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে আসবাবপত্র, এমনকি খাদ্য হিসেবেও বাঁশের প্রচলন আদিম যুগ থেকে। সরকারি প্রকল্পের রাস্তাঘাট, কালভার্ট, ভবন ইত্যাদি নির্মাণে রডের বদলে বাঁশের ব্যবহার ইদানীং সোশ্যাল মিডিয়ার অত্যধিক চর্চিত ও নেটিজেনদের সমালোচনার অন্যতম একটি প্রসঙ্গ। কিন্তু আপনি জানেন কি, নির্মাণশিল্পে রডের চেয়ে বাঁশ ব্যবহার করলে কাঠামো আরও মজবুত হয়! বিশেষজ্ঞরা কিন্তু তাই বলছেন![সূত্র ১]
নির্মাণ শিল্পে বাঁশ ব্যবহার সম্পর্কে অধিকাংশ মানুষের খারাপ ধারণা রয়েছে। সাধারণভাবে মানুষের ধারণা বাঁশ ব্যবহার করলে কাঠামো দুর্বল হয়ে যায়। তবে, ব্যাপারটি কিন্তু মোটেও তা নয়।
![]() |
একটি বাঁশ বাগান। ©rikky_photography, CC-BY-SA-4.0 |
ইস্পাত বা রডের তুলনায় কি বাঁশ শক্তিশালী?
হ্যাঁ, টেনসাইল স্ট্রেংথের দিক থেকে বাঁশ ইস্পাত বা চেয়েও শক্তিশালী। ইস্পাত বা রডের টেনসিল স্ট্রেংথ প্রতি বর্গ ইঞ্চিতে ২৩,০০০ পাউন্ড। কিন্তু বাঁশের টেনসাইল স্ট্রেংথ প্রতি ইঞ্চিতে ২৮,০০০ পাউন্ড, যা ইস্পাতের তুলনায় অনেক বেশি।
এই টেনসাইল স্ট্রেংথ জিনিসটা কী? টেনসাইল স্ট্রেংথকে চাপ প্রয়োগে কোনো পদার্থকে ভেঙে ফেলতে গিয়ে পাওয়া প্রতিরোধ শক্তি হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে।
এবং হ্যাঁ, এই ক্ষেত্রে বাঁশ ইস্পাতের চেয়ে শক্তিশালী, কারণ বাঁশে ইস্পাতের তুলনায় বেশি কঠিন আণবিক কাঠামো রয়েছে।
বাঁশের বিস্ময়কর গুণাবলী
মজার ব্যাপার হলো নির্মাণ শিল্প থেকে শুরু করে ওষুধ, ডিওডোরেন্ট বা খাবার হিসেবে বাঁশের প্রত্যেকটা অংশ ব্যবহারযোগ্য।
- বাঁশ প্রতিদিন ৩ ফুট পর্যন্ত বড় হতে পারে;
- প্রজাতিভেদে বাঁশ ৩ থেকে ৫ বছরে পরিপক্ক হয়;
- অন্যান্য উদ্ভিদের তুলনায় ৩০ শতাংশ বেশি অক্সিজেন ত্যাগ করে;
- মাটির ক্ষয়রোধে অসাধারণ ভূমিকা পালন করে;
- ব্যাকটেরিয়ারোধী ও তাপমাত্রা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের কারণে এর তন্তু পোশাক তৈরিতে ব্যবহৃত হয়;
- বাঁশের কয়লার শোষণ ক্ষমতার কারণে এটি একটি চমৎকার ডিওডোরেন্ট;
- বাঁশের অংশবিশেষ খাবার ও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়;
- ঘরবাড়ি, আসবাবপত্র ও সাইকেলের ফ্রেম নির্মাণেও বাঁশ ব্যবহৃত হয়।
ইস্পাতের বিকল্প হিসেবে বাঁশ
টেনসাইল স্ট্রেংথ কী তা জানার আগে থেকেই শত শত বছর ধরে মানুষ নির্মাণকাজে বাঁশ ব্যবহার করে আসছে। আধুনিক যুগের গবেষক ও বিজ্ঞানীরা এর টেনসাইল বৈশিষ্ট্যের কারণে ইস্পাত বা রডের বিকল্প হিসেবে ব্যবহার করার উপায় খুঁজছেন।
কংক্রিটের সাথে ইস্পাত ব্যবহার বেশ ব্যয়বহুল। ইস্পাত বা রডের দামও দিনে দিনে অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে। একইসাথে এর উৎপাদন করতে গিয়ে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। কিন্তু অপরপক্ষে বাঁশ উৎপাদনে খরচ বেশ কম পরিবেশবান্ধবও। তাই রডের বদলে বাঁশ ব্যবহারের টেকসই পদ্ধতি খুঁজে পেলে পৃথিবীর জন্য তা কল্যাণ বয়ে নিয়ে আসবে।
অন্যান্য নির্মাণ উপাদানের থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও সরাসরি রডের বিকল্প হিসেবে বাঁশকে প্রতিস্থাপন করা সম্ভব নয়। বাঁশ পোকামাকড়ের আক্রমণে ক্ষয়প্রাপ্ত হতে পারে অথবা জলীয়বাষ্প বা পানির উপস্থিতিতে পঁচে যেতে পারে। শুধু শক্তিশালী হলেই চলবে না। দীর্ঘমেয়াদে টেকসই হবে কিনা তাও দেখতে হবে। তবে এই সমস্যাগুলোকে উপেক্ষা করার জন্য বিস্তর গবেষণা চলছে।
- সূত্র ১: https://www.banglanews24.com/national/news/bd/318670.details
- সূত্র ২: https://youtu.be/A3OBbGojx_k
- সূত্র ৩: https://youtu.be/XSuZ6ukuz5s