উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্ব: একটি অসাধারণ দিন

উইকিপিডিয়া, বিশ্বের বৃহত্তম অনলাইন মুক্ত বিশ্বকোষ। জগতজুড়ে হাজার হাজার স্বেচ্ছাসেবী লেখক, সম্পাদকদের নিরলস অবদানে গড়ে উঠেছে এই বিশ্বকোষ। কেউ ছোট ছোট দুয়েকটি বানান সংশোধন করে উইকিপিডিয়ায় অবদান রাখেন আবার কেউ কেউ শত শত নিবন্ধ রচনা করেন। এসব উইকিপিডিয়ানরা একে অপরকে চিনেন কয়েক অক্ষরের একটি ব্যবহারকারী নাম দিয়ে। আবার এই ব্যবহারকারী নামেও অনেকে ছদ্মনাম ব্যবহার করেন। তবে উৎসাহী উইকিমিডিয়ানরা নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও উইকিমিডিয়া আন্দোলনকে ছড়িয়ে দিতে প্রায়শ অফলাইন মিটআপ, কনফারেন্স, আনকনফারেন্স ইত্যাদিরও আয়োজন করে থাকে। এরকম একটি আনুষ্ঠানিক বার্ষিক সম্মেলনের নাম উইকিম্যানিয়া সম্মেলন।

গত ১২ আগস্ট বাংলাদেশী উইকিপিডিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হয় উইকিম্যানিয়া ২০২২: বাংলাদেশ পর্ব। বাংলাদেশের প্রায় ১৩টি জেলা থেকে ও একজন ভারতীয় উইকিমিডিয়ান দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করেন। আমি ছিলাম এই সম্মেলনের আয়োজক দলের একজন সদস্য।

উইকিম্যানিয়া উইকিমিডিয়া ফাউন্ডেশন আয়োজিত উইকিপিডিয়ানদের একটি বার্ষিক সম্মেলন যা একেক বছর একেক দেশে আয়োজিত হয়। প্রথম উইকিম্যানিয়া আয়োজিত হয়েছিলো ২০০৫ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। কিন্তু ২০২০ সাল থেকে কোভিড-১৯ মহামারীর কারণে উইকিপিডিয়ানদের সরাসরি অংশগ্রহণে আর সম্মেলন আয়োজিত হয়নি। ২০২০ সালের উইকিম্যানিয়া আয়োজিত হয় ব্যাংককে। এর পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২১ ও ২২ সালে অনলাইনে এই সম্মেলন আয়োজিত হয়। ২০২২ সালে অনলাইন ইভেন্টের পাশাপাশি বিভিন্ন দেশ কিছু উইকিপিডিয়ানদের নিয়ে কিছু সরাসরি কার্যক্রমের আয়োজন করে। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশেও উইকিম্যানিয়া ২০২২-এর বাংলাদেশ সংস্করণ আয়োজিত হয়।

সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের ফাঁকে ফাঁকে চলে দিনব্যাপী আড্ডা ও ফটো সেশন। প্রবীন ও নবীন উইকিপিডিয়ানদের অনেকেই তাদের উইকিপিডিয়ায় আসার অভিজ্ঞতা, প্রথম সম্পাদনা ও উইকিপিডিয়ায় সম্পাদনা করতে গিয়ে করা প্রথম ভুলের গল্প শেয়ার করেন। আনুষ্ঠানিক আয়োজনে একাধিক সেশনে উইকিপিডিয়ানরা বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পের সমস্যা, নীতিমালা, স্বেচ্ছাসেবী লেখকদের ব্যক্তিগত নিরাপত্তা, উইকিপিডিয়ায় জেন্ডার গ্যাপ, নিরপেক্ষতা ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলেন।

আনুষ্ঠানিক উপস্থাপনা, আড্ডা, খাওয়াদাওয়া, ফটোশেসন ইত্যাদি মিলিয়ে এটি একটি অসাধারণ দিন ছিলো। আয়োজক দলের সদস্য হিসেবে আমরা একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট ছিলাম। এই সম্মেলনের সকল ছবি পাওয়া যাবে এই লিংকে

Next Post
3 Comments
  • Aishik Rehman
    Aishik Rehman ৬ সেপ্টেম্বর, ২০২২ এ ৪:০৮ AM

    আমারটা ছবিটা দারুণ বাজে হইছে

    • Yahya
      Yahya ৬ সেপ্টেম্বর, ২০২২ এ ৪:৫৫ AM

      🙄🙄

    • Shakil Hosen
      Shakil Hosen ১৬ অক্টোবর, ২০২২ এ ১১:১৯ PM

      কারে দেখতেছিলেন?

Add Comment
comment url