কিভাবে মোবাইল থেকে ইপাব (epub) বানাতে হয়?

আউটডোর কিন্ডল রিডার।

বইপ্রেমিক বাংলাভাষীদের মধ্যে ইবুক (ebook) ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ইবুকের প্রচলিত ফরম্যাটগুলোর মধ্যে রয়েছে পিডিএফ (pdf), ইপাব (epub), মোবি (mobi) ইত্যাদি। এর মধ্যে ইপাব (epub) বইয়ের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। পঠনযোগ্যতার দিক থেকে থেকে পিডিএফ বইর থেকে ইপাবের সুবিধা অনেক বেশি। তাই আজকাল তরুনরা ইপাব পড়তে ও তৈরি করতে আগ্রহী হয়ে উঠছেন। তাদের জন্যই আমার এই লেখা। আগের ব্লগ পোস্টে আমি দেখিয়েছিলাম কীভাবে পিসি দিয়ে ইপাব বানাতে হয়। এই পোস্টে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ইপাব বানাতে হয়।

আপনি যদি ইপাব কী এবং ইপাব কিভাবে পড়তে হয় এবং ইপাবের সুবিধা ও পিডিএফের সাথে ইপাবের পার্থক্য কী তা না জেনে থাকেন তবে দয়া করে আগে এই লেখাটি পড়ে নিন।

মোবাইলে কিভাবে ইপাব (epub) বানাবেন?

প্রয়োজনীয় অ্যাপ

  • ক্রোম বা অন্য যে কোনো একটি ব্রাউজার
  • PDF editor – অ্যাপটি এই ড্রাইভ লিংক থেকে ডাউনলোড করে নিন।
  • WPS office pro, Microsoft Word বা Google docs – প্লেস্টোর থেকে এই অ্যাপগুলোর যে কোনোটি ডাউনলোড করে নিন।
  •  File converter – এই লিঙ্কে ক্লিক করে প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।

প্রক্রিয়া

ইপাব বই বানাতে হলে প্রথমে বইয়ের লেখাগুলো টেক্সট আকারে নেওয়ার প্রয়োজন হবে। এজন্য আগে বইটিকে স্ক্যানার দিয়ে স্ক্যান করে পিডিএফ করে নিতে হবে। বর্তমান সময়ে ইন্টারনেটে অধিকাংশ বইয়েরই পিডিএফ পাওয়া যায়। এরকম কোনও বইও ডাউনলোড করে নিতে পারেন। পিডিএফ থেকে OCR (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) করে আপনাকে টেক্সট ফরম্যাটে নিয়ে আসতে হবে। OCR হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ছবি বা পিডিএফ ফাইল ফরম্যাট থেকে লেখাগুলো টেক্সটে রূপান্তর করা যায়। এখন বাংলা বইও OCR করা যায়।

আমরা OCR করতে গুগল ড্রাইভকে ব্যবহার করবো। কিন্তু সমস্যা হচ্ছে গুগল ড্রাইভে একসাথে দুই মেগাবাইটের বেশি সাইজের পিডিএফকে OCR করা যায় না। তাই আপনার প্রথম কাজ হবে আপনার পিডিএফ ফাইলটিকে ছোট ছোট কয়েকটা ভাগে বিভক্ত করা। এজন্য আপনাকে PDF editor অ্যাপ থেকে split editor -এ ক্লিক করে number of pages রেডিও বাটন সিলেক্ট করে সংখ্যা ১০ দিন। তাহলে পিডিএফ বইটি ১০ পাতা করে কয়েকটি খন্ডে বিভক্ত হবে। এরপর গুগল ড্রাইভে ফাইলগুলো আপলোড করুন। এরপর ক্রোম বা অন্য কোনও ব্রাউজারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

এরপরে https://drive.google.com/drive -এ যান। এরপর ব্রাউজারের ডেস্কটপ মোড চালু করে নিন। যে পিডিএফ OCR করতে চান তাতে ক্লিক করে Open with > Google Docs ক্লিক করে OCR করুন। আপনার OCR-এর কাজ শেষ।

OCR করা টেক্সটে অনেক ভুল থাকে। এবারে গুগল ডকস, WPS Office বা মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোনও টেক্সট এডিটরে লেখাগুলো সংশোধন করতে হবে। একটি শতভাগ নির্ভুল ইপাব বই তৈরি করতে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবার ও-কার ঠিক করতে হবে, ড্রাইভ থেকে OCR করলে এগুলো ভেঙ্গে যায়। এমনিতে দেখলে ভাঙ্গা দেখায় না। তবে ইপাব শুনতে গেলে সমস্যা হয়। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস থেকে ফাইন্ডে প্রথমে আ-কার এরপর এ-কার দিন (া ে) [স্পেস ছাড়া] আর রিপ্লেসে ও-কার (ো) দিয়ে Replace All দিয়ে দিন। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন একই রকম ভুল সংশোধনে কাজে দেয়। এরপর সব টেক্সট সিলেক্ট (Ctrl+A) করে স্টাইলে গিয়ে নরমাল করে নিন। এরপরে আবার একইভাবে সব সিলেক্ট করে টেক্সট অ্যালাইন Justify করে নিতে পারেন। এতে ইপাব সুন্দর দেখাবে। ডকস ফাইলের সব লেখা সিলেক্ট করে ফন্ট সাইজ ২০ ও কালপুরুষ, আদর্শলিপি বা আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি ফন্ট নির্বাচন করুন।

প্রুফ রিড বা সংশোধনের কাজ হয়ে গেলে ফাইলটি .docx ফরম্যাটে সংরক্ষণ করুন।

যে লেখা সূচীপত্রে দেখাতে চান বা হেডলাইনগুলো হেডিং ১ করলে ইবুক রিডারের চ্যাপ্টার  (Chapters) অপশনে দেখা যাবে। Heading করার সময় লেখা নির্বাচন করে লেখার পরে একটা স্পেস দিবেন এবং ফন্ট সাইজ ২৪ করে দিন।

হাইপার লিংক যুক্ত সূচিপত্র তৈরি

সূচিপত্রে হাইপারলিংক যুক্ত করলে বইটি আরো সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি হয়। অর্থাৎ সূচিপত্রের কোন বিষয়ে ক্লিক করলে সরাসরি সেই চ্যাপ্টারে নিয়ে যাবে।

১. Wps office দিয়ে– Heading 1 করা লেখাগুলো Bookmark করে নিন। এরপর সূচীপত্রের লেখা নির্বাচন করে হাইপারলিংকে গেলে বুকমার্ক করা লেখা দেখতে পাবেন। প্রয়োজনীয় লেখাটির উপর ক্লিক করুন।

২. Google Doc দিয়ে– যে বইটিতে হাইপারলিংক যুক্ত করতে চান তাতে হেডলাইন গুলো সিলেক্ট করে Heading 1 করে দিতে হবে। তারপর সূচিপত্রে গিয়ে cursor রেখে ইনসার্ট লিংকে গেলে Heading নামে একটি অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে যেসকল হেড লাইন Heading 1 করা হয়েছিলো তা দেখা যাবে। এখন প্রত্যেকটার উপর ক্লিক করলেই সূচিপত্রে যুক্ত হয়ে যাবে।

ডক থেকে ইপাব তৈরি

ডক (.docx) ফাইলটি থেকে ইপাব বানানোর জন্য File coverter অ্যাপে গিয়ে ebook converter -এ যান। সেখানে .docx ফাইলটি নির্বাচন করুন। পাশের পেজে গিয়ে output file format name সিলেক্ট করে, কভার, লেখকের নাম, বইয়ের নাম দিন। এরপরে কনভার্ট করুন। কনভার্ট হতে কিছুক্ষণ সময় লাগবে। কাজ শেষ :)

এতো খাটাখাটুনি করে ইপাব তৈরি করার আগে আপনি নিশ্চয়ই দেখে নিতে চাইবেন যে, বইটি আগেই কেউ তৈরি করেছে কিনা! অন্যথায় বই তৈরির পর বইটি অনলাইনে পেয়ে গেলে আক্ষেপ হতে পারে। এই টেলিগ্রাম চ্যানেলটিতে অসংখ্য ইপাব বই আছে। চ্যানেলে জয়েন হয়ে উপরে থাকা সার্চ বক্সে কাঙ্ক্ষিত বইয়ের নাম বাংলা ও ইংরেজিতে লিখে সার্চ দিয়ে দেখতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url